করোনা ভাইরাস : মৃতের সংখ্যা বেড়ে ৯১০

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১০ জনে। এর মধ্যে চীনের মূল ভূখণ্ডেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮ জনে। চীনের বাইরে হংকং ও ফিলিপাইনে এক জন করে মারা গেছেন।

এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন চীনের ৪০ হাজার ১৭১ জন এবং চীনের বাইরে ২৫টি দেশের ৩৮৩ জন। সব মিলিয়ে পুরো বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৫৪ জনে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে সোমবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ২৮১ জন ভালো হয়ে বাড়ি ফিরে গেছেন।

প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ফেব্রুয়ারির শুরুতেই ছাড়িয়ে গিয়েছিল ২০০২-০৩ সালের সিভিয়ার অ্যাকুইটি রেসপিরেটরি সিনড্রোমের (সার্স) প্রাদুর্ভাবকে। শনিবার ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যার দিক দিয়েও।

২০০২-০৩ সালে চীনজুড়ে ছড়িয়ে পড়া রহস্যজনক সার্স ভাইরাসে মৃত্যু হয়েছিল সব মিলিয়ে ৭৭৪ জনের। সার্স ভাইরাসটি সে সময় ছড়িয়ে পড়েছিল বিশ্বের দু’ডজন দেশে; আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১০০ জনের কাছাকাছি।

 

টাইমস/জিএস

Share this news on: