পাকিস্তানের টুইটার জুড়ে ‘মারহাবা এরদোগান’

ইমরান খানের আমন্ত্রণে পাকিস্তান সফরে এসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। বৃহস্পতিবার দুই দিনের সরকারি সফরে এরদোগান পাকিস্তান পৌঁছান।

এদিকে এরদোগানের পাকিস্তান সফরের পর থেকেই দেশটির টুইটার ব্যবহারকারীরা শুরু করেছেন নতুন হ্যাশট্যাগ ট্রেন্ড। ‘মারহাবা এরদোগান’ হ্যাশট্যাগে ছেয়ে গেছে পাকিস্তানিদের টুইটার ওয়াল।

হাজার হাজার টুইটার ব্যবহারকারীর পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরদোগানকে শুভেচ্ছা জানাচ্ছেন পাকিস্তানিরা। অনেকেই তাদের ফেসবুক ওয়ালে লিখেছেন ‘এরদোগান, ওয়েলকাম টু পাকিস্তান’।

এরদোগানের পাকিস্তান সফর নিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা রয়েছেন। এই সফরে পাকিস্তান-তুরস্ক উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা পরিষদের (এইচএলএসসিসি) ষষ্ঠ অধিবেশনে ইমরান খানের সঙ্গে তিনি সভাপতিত্ব করবেন।

এছাড়া শনিবার পাকিস্তান পার্লামেন্টের একটি যৌথ অধিবেশনেও ভাষণ দেবেন এরদোগান। এরপরেই তিনি পাকিস্তানি প্রেসিডেন্ট ডা. আরিফ আলভির সঙ্গে বৈঠক করবেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: