করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রিন্স চার্লস

বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা, সেলিব্রেটি, গায়ক, নায়ক, চিকিৎসকসহ নামিদামি বহু মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অনেকেই রয়েছেন সেল্ফ কোয়ারেন্টিনে। এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস। তিনি বর্তমান ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ দম্পতির জ্যেষ্ঠ পুত্র।

২৫ মার্চ ব্রিটিশ রাজপরিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর প্রিন্স চার্লস স্কটল্যান্ডে সেল্ফ আইসোলেশনে থাকবেন।

ব্রিটিশ রাজপ্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স অব ওয়েলস এর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে প্রিন্সের শরীরে ভাইরাসের লক্ষণ পাওয়া গেছে। তবে তিনি সুস্থ আছেন।

এঘটনার পর প্রিন্স চার্লসের স্ত্রী চাচেস অব কর্ণওয়াল ক্যামেলিয়া পার্কারেরও করোনা পরীক্ষা করা হয়েছে। তিনিও সেল্ফ আইসোলেশনে রয়েছেন।

এদিকে জানা গেছে, প্রিন্স চার্লস সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন।

 

টাইমস/এসএন

Share this news on: