করোনা আক্রান্তের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের জন্য মর্যাদার: ট্রাম্প

করোনায় মৃত্যু ও আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের জন্য মর্যাদার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত ও মৃত্যুর হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর মঙ্গলবার প্রথমবারের মত মন্ত্রিসভার বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প।

হোয়াইট হাউসের ইস্ট রুমে অনুষ্ঠিত বৈঠকে সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, করোনায় আক্রান্তের সংখ্যায় আমরা শীর্ষে আছি, এর কারণ হল, অন্য যে কোন দেশের চেয়ে বেশি পরীক্ষা করেছি আমরা। আর এটা আপনারাই বের করেছেন। আমাদের সফলতাও এখানে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতিকে আমি নিশ্চিত সম্মানের বিষয় হিসেবে দেখি। এটাকে ভালো ব্যাপার হিসেবে দেখি। কারণ এটা দিয়ে বুঝা যায়, আমাদের টেস্টিং কতটা ভালো। আর আমরা এটাও বিশ্বাস করি, টেস্টিং যত বেশি, সফলতাও তত বেশি।

এদিকে বুধবার সকালে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) হালনাগাদ করা তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ ২৮ হাজার ৫৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দেশটিতে প্রায় ৯২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

অপরদিকে করোনার তথ্য উপাত্ত নিয়ে গবেষণা প্রতিষ্ঠান ওয়াল্ডওমিটার জানিয়েছে, বুধবার সকাল সাড়ে ৯ টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৫ লাখ ৭০ হাজার ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন প্রায় ৯৩ হাজার ৫৩৩ জন।

তবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এক কোটি ২৬ লাখ মানুষের নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষা সম্পন্ন হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024
img
ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন Apr 25, 2024
img
নেতানিয়াহুর পদত্যাগ দাবি করলেন ন্যান্সি পেলোসি Apr 25, 2024
img
উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি Apr 25, 2024
img
শপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি Apr 25, 2024