চীন নয়, স্পেনের নর্দমা থেকে ছড়িয়েছে করোনা!

এতোদিন সবাই জেনে এসেছেন প্রাণঘাতী করোনাভাইরাস চীনের উহান শহর থেকে ছড়িয়েছে। কিন্তু এবার সেই ধারণার একেবারেই বিপরীত তথ্য দিয়েছে ইউনির্ভাসিটি অব বার্সেলোনার গবেষকরা।

তারা জানিয়েছে, চীনে করোনা শনাক্তের ৯ মাস আগেই স্পেনের বার্সেলোনায় নর্দমার পানিতে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে। একটি নর্দমার পানি পরীক্ষার পর গত বছরের মার্চেই স্পেনে করোনার আগমন নিশ্চিত হয়েছে গবেষকরা।

ইউনির্ভাসিটি অব বার্সেলোনার ভাইরাস বিশেষজ্ঞরা আরও দাবি করেছেন, পানি থেকে করোনা ছড়ায় কিনা তা জানতে চলতি বছরের এপ্রিল থেকে বিভিন্ন নর্দমা থেকে সংগৃহীত পানি পরীক্ষা করে দেখছিলেন গবেষকরা। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ এর ডিসেম্বর পর্যন্ত সংগ্রহ করা নর্দমার পানিও পরীক্ষা করে দেখেন তারা। এ সময় গত বছরের ১২ই মার্চের একটি নমুনায় করোনার উপস্থিতি পান ইউনিভার্সিটি অব বার্সেলোনার গবেষকরা।

তবে এখনই এই বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্তে যাওয়া ঠিক হবে না বলে জানিয়েছেন স্প্যানিশ সোসাইটি ফর পাবলিক হেলথ অ্যান্ড স্যানিটারি অ্যাডমিনিস্ট্রেশনের গবেষকরা।

যদিও করোনার উৎস জানতে বিভিন্ন দেশে এখনো গবেষণা চলছে। তারপরও স্পেনের প্রভাবশালী গবেষকদের দেয়া এই তথ্য একেবারেই উড়িয়ে দেয়া যায় না।

এদিকে যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করেছে, চীনের ল্যাবরেটরি থেকে ছড়ানো হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। কিন্তু স্পেনের গবেষকদের উত্থাপিত তথ্য সত্য হলে, করোনার উৎপত্তিস্থল নিয়ে এতোদিন ধরে চলমান বিতর্ক নতুন দিকে মোড় নেবে। আর এতে করে হাফ ছেড়ে বাঁচবে চীন।

এর আগে ইতালির মিলান ও তুরিন শহরেও দুটি নর্দমার পানিতে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-আইএসএসের বিজ্ঞানীরা দাবি করেন, ফেব্রুয়ারির আগে ডিসেম্বরেই ইতালিতে ছিল করোনাভাইরাস।

গবেষকরা বলছেন, সরকারি হিসেবে ২৫ ফেব্রুয়ারি থেকে করোনার বিস্তার শুরু হলেও ভাইরাসটির আগমন তারও ৪১ দিন আগে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সারাদেশে ৩ দিনের হিট অ্যালার্ট জারি Apr 19, 2024
img
বিশ্বের ১০০ প্রভাবশালীদের তালিকায় আলিয়া Apr 19, 2024
img
পালিয়ে আসা ২৮৫ জনকে ফেরত নিচ্ছে মিয়ানমার: পররাষ্ট্রমন্ত্রী Apr 19, 2024
img
গ্রেপ্তারি পরোয়ানার শঙ্কায় নেতানিয়াহু, ইসরায়েলে জরুরি বৈঠক Apr 19, 2024
img
পালিয়ে বাংলাদেশে এলেন আরও ১১ বিজিপি সদস্য Apr 19, 2024
img
কৃষক লীগ নেতাদের গণভবনের শাক-সবজি উপহার দিলেন শেখ হাসিনা Apr 19, 2024
img
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন : অর্থমন্ত্রী Apr 19, 2024
img
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে ঢুকে গেল বাস, প্রাণ গেল প্রকৌশলীর Apr 19, 2024
img
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি Apr 19, 2024
img
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, ইসফাহানের পারমাণবিক স্থাপনা নিরাপদ Apr 19, 2024