নজরদারি বিমান বিধ্বস্ত হয়ে তুরস্কের সাত সেনা নিহত

তুরস্কের একটি নজরদারি বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় সাত সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোইলু।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান ঘটনাস্থলে যান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সোইলু জানান, দেশটির পূর্বাঞ্চলের ভ্যান শহরের আরটুস পাহাড়ের দুই হাজার ২০০ মিটার (৭২১৮ ফুট) উচ্চতায় বিধ্বস্ত বিধ্বস্ত হয় ২০১৫ মডেলের বিমানটি। বিমানটিতে দুই পাইলট ও পাঁচ প্রযুক্তি কর্মী ছিলেন।

তিনি আরও জানিয়েছেন, সোমবার থেকে বান ও হাককারি প্রদেশে পর্যবেক্ষণ ও নজরদারি মিশনে ছিল বিমানটি। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছিল বিমানটি। এরপর রাত ১০টা ৩২ মিনিটে বাসকেলে জেলার আশপাশের আকাশে থাকার সময় শেষবারের মতো কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলটরা। এর পর রাত প্রায় ১০টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডার থেকে হারিয়ে গিয়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়।

 

টাইমস/এইচইউ

Share this news on: