অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার তিনি নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।

প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় তিনি নমুনা পরীক্ষা করিয়েছিলেন। রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ এসেছে জানিয়ে তিনি টুইট করেছেন।

জানা যায়, পরবর্তীতে তিনি ডাক্তারে পরামর্শে দিল্লির কাছে গুরুগ্রামের মেদান্ত সুপার স্পেশালাইস্ট হাসপাতালে ভর্তি হন।

অযোধ্যার বিতর্কিত ভূমিতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঠিক তিন দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হলেন। ৫ অগাস্ট অযোধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার মন্দিরের ভূমি পূজায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, ভারতীয় সংবাদ মাধ্যম বলছে অমিত শাহ গত কয়েক দিনে প্রধানমন্ত্রী মোদীর সংস্পর্শে এসেছিলেন। তিনি মন্ত্রীসভার বৈঠকেও যোগ দিয়েছিলেন।

চিকিৎসকরা অমিত শাহের সংস্পর্শে যারা এসেছিলেন সকলকে পরীক্ষা করা ও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন।

 

টাইমস/টিএইচ

Share this news on: