অপ্রাপ্ত বয়স্কদের অক্সফোর্ডের ভ্যাকসিন নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

অপ্রাপ্ত বয়স্কদের (১৮ বছরের কম) দেহে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন না দেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ৬৫ বছরের বেশি বয়স্কদের সবার আগে এই ভ্যাকসিন দেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, অক্সফোর্ডের ভ্যাকসিন এরই মধ্যে স্পেনের কাতালোনিয়ায় পুলিশ সদস্যদের দেহে প্রয়োগ করা হয়েছে। এর পরই রাজ্যটির দমকল বাহিনী, ফার্মেসী কর্মচারী, ল্যাব টেকনিশিয়ানসহ জরুরি সেবাদানকারি দলের সদস্যদের ভ্যাকসিন দেয়া হবে।

এদিকে ল্যাতিন আমেরিকার দেশ পেরুতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। প্রথমে দেশটির স্বাস্থ্যকর্মীদের ওপর এ ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে।

অপরদিকে চীনের তৈরি সিনোফার্মের করোনার ভ্যাকসিনের দ্বিতীয় চালান পৌঁছেছে ইউরোপের দেশ সার্বিয়ায়। কয়েকদিনের মধ্যেই দেশটিতে চীনা ভ্যাকসিনের গণহারে প্রয়োগ শুরু হবে।

 

টাইমস/এসএন

Share this news on: