পার্লামেন্ট ভবনে ধর্ষণ : প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা  

অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট ভবনের ভেতরে সিনিয়র সহকর্মী দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন সাবেক এক নারী কর্মী ব্রিটানি হিগিনস। তবে তার দপ্তরের দায়িত্বপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তারা সেই অভিযোগ তেমন একটা আমলে নেননি বলেও দাবি করেন তিনি।

২৬ বছর বয়সী ব্রিটানি হিগিনস সোমবার টেলিভিশনে এক সাক্ষাতকারে এসব অভিযোগ তোলার পর দেশটিতে ব্যাপক ক্ষোভ ও বিস্ময় তৈরি হয়েছে। তার অভিযোগ ২০১৯ সালে রাতে বাইরে খাওয়া-দাওয়া শেষে একজন পুরুষ সহকর্মী তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দেবার প্রস্তাব দেন। কিন্তু তাকে পার্লামেন্ট ভবনে প্রতিরক্ষা শিল্প মন্ত্রী লিন্ডা রেনল্ডস-এর দপ্তরে নিয়ে যান ওই সহকর্মী। সেখানেই তাকে ধর্ষন করা হয়।

এসব অভিযোগ ওঠার পর দেশটিতে ব্যাপক তোলপাড়ের ফলে সাবেক সেই কর্মীর কাছে ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেছেন, আজকের দিনেও একজন অল্পবয়সী নারীকে এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় জেনে আমি মর্মাহত। পার্লামেন্টে পেশাদারিত্বের মান এবং চলমান সংস্কৃতি পর্যালোচনা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on:

সর্বশেষ