জান্তা বিরোধী মিছিলে গুলি, মিয়ানমারে নারী নিহত

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে আহত এক নারীর মৃত্যু হয়েছে। রাজধানীর নেপিদোতে বিক্ষোভের সময় ওই নারীর মাথায় গুলি লাগে। ছয় দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

বার্তা সংস্থা এএফপি ও বিবিসির খবরে বলা হয়েছে, ২০ বছর বয়সী ওই নারীর নাম মিয়া থট থট খিয়াং। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মুক্তি দাবিতে গত ৯ ফেব্রুয়ারি নেপিদোতে বিক্ষোভে শামিল হয়েছিলেন থট থট খিয়াং। ওই সময় পুলিশে গুলিতে তিনি আহত হন।

বিবিসি বলছে, নিহত নারী ছাড়াও দেশটিতে বহু মানুষ পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারপরও পুলিশ ও সেনাদের থামানো যাচ্ছে না। তারা হাসপাতালেও অভিযান চালাচ্ছে।

এদিকে দেশটির চিকিৎসকরা জানিয়েছেন, সেনাদের অব্যাহত চাপে অধিকাংশ চিকিৎসক ভয়ে কর্মস্থল ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। যে কারণে মানুষ কাঙ্খিত সেবা পাচ্ছেন না।

পুলিশের গুলিতে নারী নিহতের ঘটনায় সামরিক বাহিনীর মুখপাত্র ও তথ্যমন্ত্রী জ মিন টুন বলেছেন, এ ঘটনায় তদন্ত শুরু করেছে সেনা সরকার। পুলিশের গুলিতেই ওই নারীর মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

 

টাইমস/এসএন

Share this news on: