ইসরাইলের হামলায় চরম মানব বিপর্যয় ফিলিস্তিনে, যুদ্ধবিরতির আহ্বান বাইডেনের

পশ্চিম তীরের ফিলিস্তিনে টানা আটদিন ইসরায়েলি হামলার কারণে চরম মানব বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনে। এরমধ্যে আশ্রয়হীন প্রায় আড়াই হাজার মানুষ। ঘরবাড়ি হারিয়ে তাদের ঠাই হয়েছে সীমান্তবর্তী বিভিন্ন শরণার্থী ক্যাম্পে।

এসব ক্যাম্পে ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি মানুষ বাস করছেন বলে জানিয়েছে জাতিসংঘ। দেখা দিয়েছে চরম খাদ্য সংকট, নেই পানি এবং পয়নিষ্কাশনের ব্যবস্থাও। এসব আশ্রয়কেন্দ্রে ভিড়ের কারণে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস।

এদিকে ইসরায়েল সরকার এবং হামাসের প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (১৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, গাজায় সংঘাত বন্ধ করতে তার দেশ মিসরসহ তিনটি দেশের সঙ্গে কাজ করছে।

গাজা উপত্যকায় এখনো হামলা চালাচ্ছে ইসরায়েল। এই ঘটনায় এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

 

টাইমস/এসজে

Share this news on: