পাক রেঞ্জার্সের গুলিতে ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীর সীমান্তের শূন্য রেখায় পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনী পাক রেঞ্জার্সের গুলিতে এক ভারতীয় সেনা নিহত হয়েছে।

শনিবার রাতভর কাশ্মীরের পুঞ্চ সেক্টরে দু'পক্ষের গোলাগুলিতে এ নিহতের ঘটনা ঘটে। গোলাগুলি রোববার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। খবর এনডিটিভির।

ভারতীয় সেনাবাহিনী জানায়, গোলাগুলিতে রাজস্থানের বাসিন্দা ও দেশটির সেনাবাহিনীর সদস্য হারি ওয়াকার গুরুতর আহত হন। পরে গুলিবিদ্ধ ওই সেনাকে শনিবার রাতেই সামরিক হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার সুন্দরবন সেক্টরে পাক রেঞ্জার্সের গুলিতে যশ পাল নামে ভারতীয় এক রাইফেলম্যান নিহত হয়।

এনডিটিভি জানিয়েছে, সীমান্তের শূন্য রেখায় পাক রেঞ্জার্স অস্ত্র বিরতি চুক্তি লঙ্ঘন করছে। এই মাসে তা শতভাগ বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান ২০১৮ সালে ২ হাজার ৯৩৬ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ভারতের।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: