করাচিতে চীনা মিশনে হামলা, ২ পুলিশ নিহত

পাকিস্তানের করাচিতে চীনা কনসুলেটের কাছে বন্দুকধারীদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ক্লিফটন এলাকার কাছে দুইপক্ষের মধ্যে গোলাগুলি হয়। ঘটনাস্থলে বিস্ফোরণেরও হয়েছে।

করাচি দক্ষিণের উপ পুলিশ মহাপরিদর্শক জাভেদ আলম ওধোর পাকিস্তানি গণমাধ্যমে দুই পুলিশ সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সিন্ধ পুলিশ ও সেনাবাহিনীর গণমাধ্যম উইং জানিয়েছে, নিরাপত্তারক্ষীদের সঙ্গে গোলাগুলিতে তিন বন্দুকধারীও নিহত হয়েছে।

বিবিসি জানায়, বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে ।

জিও টিভি জানায়, বন্দুকধারীরা দুই পুলিশ সদস্যকে হত্যার পর চীনের কনসুলেট ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ড. আমির আহমাদ শেখ জানান, বন্দুকধারীরা গাড়ি পার্ক করে চীনা কনসুলেটের দিকে শুরু করে বলে। তাৎক্ষণিকভাবে কনসুলেটের ফটক বন্ধ করে দেওয়া হয় ও কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়।

Share this news on: