আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর প্রায় ৪০ ঘণ্টা অন্তরালে থাকা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম কুষ্টিয়ায় আবরারের গ্রামের বাড়িতে যাচ্ছেন।
বুধবার সকাল ১০টার দিকে তিনি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে তার ব্যক্তিগত সহকারী কামরুল ইসলাম বলেন, ‘স্যার সকালেই কুষ্টিয়ায় আবরারের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছেন। সেখানে আবরারের কবর জিয়ারত করবেন এবং পরিবারের সঙ্গে দেখা করবেন।’
ঘটনার পর প্রায় ৪০ ঘণ্টা অন্তরালে থাকায় মঙ্গলবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়তে হয়েছে অধ্যাপক সাইফুলকে। বুয়েটের কেন্দ্রীয় মসজিদে সোমবার রাতে আবরারের জানাজায় অংশ না হওয়ার কারণেও তাকে শিক্ষার্থীদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
রোববার সন্ধ্যায় বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও শেরে বাংলা হলের আবাসিক ছাত্র আবরারকে ডেকে নিয়ে যায় হলের কিছু ছাত্রলীগ নেতা। শিবির সন্দেহে তাদের জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের এক পর্যায়ে গভীর রাতে হলেই তার মৃত্যু হয়।
সোমবার ভোরে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোমবার দিনভর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিতে আন্দোলন করলেও ঘটনাস্থলে যাননি উপাচার্য কিংবা ওই হলের প্রভোস্ট।
মঙ্গলবার উপাচার্যের কার্যালয় অবরুদ্ধে করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে সন্ধ্যায় তিনি শিক্ষার্থীদের সামনে আসেন।
টাইমস/এসআই