রাজধানীর কালশি-বনানী ফ্লাইওভার একমাস বন্ধ

রাজধানীর কালশি-বনানী ফ্লাইওভার আগামী একমাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণকাজের সুবিধার্থে একমাস বন্ধ থাকবে এই ফ্লাইওভার।

বৃহস্পতিবার সকাল থেকেই ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, ফ্লাইওভার বন্ধ থাকার ফলে কালশি থেকে বনানী- মহাখালীগামী সব যানবাহন খিলক্ষেত হয়ে ঘুরে যাচ্ছে। এজন্য বৃহস্পতিবার সকাল থেকেই এ রুটে তীব্র যানজট দেখা দিয়েছে।

এ দিকে ফ্লাইওভার বন্ধ থাকার কারণে সৃষ্ট যানজট নিরসনে ১৫-২০ জন ট্রাফিক পুলিশ সকাল থেকে যানজট নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর পক্ষ থেকেও যানজট নিরসনে কাজ করছে একটি দল।

এ বিষয়ে উত্তরের ডিসি (ট্রাফিক) প্রবীর কুমার মিত্র বলেন, ইসিবি থেকে বনানীর দিকে আন্ডারপাস নির্মাণের জন্য ফ্লাইওভার কেটে নিচ দিয়ে বক্স বসানো হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে ফ্লাইওভারটি বন্ধ রাখা হয়েছে। আন্ডারপাস নির্মাণ হয়ে গেলে পথচারীদের আরও সুবিধা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: