ঘটনা নাটোরের সিংড়া উপজেলার সোহাগবাড়ি গ্রামের। মাত্র দুই দিন আগে বিয়ে হয় মিজানুর রহমান (২১) ও মিনু খাতুনের। মিনু মহেশচন্দ্রপুর গ্রামের আবদুল মজিদের মেয়ে।
রোববার সকালে নিজ বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে ঝুলন্ত মিজানুরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
মিজানুর রহমান একই এলাকার মোজাহার আলীর ছেলে। এ ঘটনায় স্ত্রী মিনু খাতুনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, শুক্রবার তাদের বিয়ে হয়। শনিবার রাতের খাওয়া শেষে শুয়ে পড়েন। গভীর রাতে কে বা কারা মিজানুরকে মুঠোফোনে ফোন করে ডেকে নেয়। রোববার সকালে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি গাছের ডালের সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বিয়ের মাত্র দুই দিন পর কেন ছেলের মৃত্যু হলো তা বুঝতে পারছেন না নিহত মিজানুরের বাবা মোজাহার আলী। ছেলের কোনো শত্রু ছিল কি না, সেটাও তিনি জানেন না।
ওই তরুণের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তার মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে বলে জানান সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিল আকতার।
টাইমস/এসআই