নারায়ণগঞ্জে উপবৃত্তি পেল ৩২১ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের দুটি স্কুলের ৩২১ জন শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তির পাঁচলাখ ৭৭ হাজার ৮শ টাকা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ আলম খন্দকার খোরশেদ শিক্ষার্থীদের হাতে এ অর্থ তুলে দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আওতায় সোনালী ব্যাংকের তত্ত্বাবধানে এ উপবৃত্তি দেয়া হয়। মাসদাইর আরবান স্লাম আনন্দ স্কুল ও গলাচিপা আরবান স্লাম আনন্দ স্কুলের ৩২১ জন শিক্ষার্থীকে ১৮০০ টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়।

উপবৃত্তির এই টাকা দিয়ে বাচ্চাদের পুষ্টিকর খাবার কিনে খাওয়াতে ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী কিনে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান কাউন্সিলর মাকসুদ।

এ সময় উপস্থিত ছিলেন রস্ক প্রকল্পের সুপারভাইজার মো. জহিরুল ইসলাম, নারী মৈত্রী সংস্থার সাহেব বিন শরিফ, মো. মিহির, মাসদাইর আরবান স্লাম আনন্দ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, গলাচিপা আরবান স্লাম আনন্দ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শওকত খন্দকার, সমাজসেবক রিটন দে প্রমুখ।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: