সোনারগাঁওয়ে বালুর টাকার ভাগ নিয়ে সংঘর্ষে যুবক নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বালু মহলের টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেকপাড়া আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন টেকপাড়া আমিরাবাদ এলাকার মৃত আরজ আলীর ছেলে।

আহতরা হলেন- একই এলাকার নুর মিয়ার ছেলে আল-আমিন (৩৩), ইয়ানুসের ছেলে আবু হানিফ (৩১) ও আয়েব আলী মেম্বারের ছেলে সিরাজ (৩৭)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেঘনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি নবী হোসেনের সঙ্গে একই এলাকার নূর মিয়ার ছেলে আমির হোসেন গ্রুপের বিরোধ চলছিল। রোববার রাতে বালু মহলের টাকা ভাগাভাগি নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে চার যুবক গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।

 

টাইমস/এইচইউ

Share this news on: