ধর্ষণের শিকার ঢাবি ছাত্রী শ্বাসকষ্টে ভুগছেন: শাহবাগ অবরোধ  

ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ভিকটিম ছাত্রী এখন ট্রমা ও শ্বাসকষ্টে ভুগছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। অবরোধ করা হয়েছে রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগ মোড়। এতে ঢাকা শহরের যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

জানা যায়, রোববার সন্ধ্যায় ক্যাম্পাসের বাসে শেওড়াপাড়া যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী। তিনি ভুল করে কুর্মিটোলা এলাকায় নেমে পড়েন। এসময় অজ্ঞাত কয়েকজন ওই ছাত্রীকে তুলে নিয়ে পাশের ঝোপের মধ্যে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই ছাত্রী সিএনজি অটোরিক্সাযোগে তার বান্ধবীর বাসায় গিয়ে ঘটনা খুলে বলেন। এরপরে রাতেই ভিকটিম ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।

ঘটনাস্থলে আলামত সংগ্রহে আইনশৃঙ্খলা বাহিনীঘটনাস্থলে আলামত সংগ্রহে আইনশৃঙ্খলা বাহিনী

ধর্ষণের শিকার ছাত্রী এখন ট্রমা ও শ্বাসকষ্টে ভুগছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। ভিকটিম ছাত্রী ও মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি একথা জানান।

ব্রিগেডিয়ার নাসির উদ্দিন বলেন, ওই ছাত্রী ট্রমায় ভুগছেন, তার শ্বাসকষ্ট হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। পাশাপাশি তাকে ঢামেকের নাক কান গলা বিভাগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এদিকে নিপীড়নের শিকার ওই ছাত্রীকে গণধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ।

ঘটনাস্থলে আলামত সংগ্রহে আইনশৃঙ্খলা বাহিনী

এ ঘটনায় র‌্যাব সূত্র জানায়, ঝোপের মধ্য থেকে ইউনিভার্সিটির বই, চাবির রিং, ইনহেলার, ঘড়িসহ বেশ কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে স্থানে আলামতগুলো পাওয়া গেছে সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। চাঞ্চল্যকর এই গণধর্ষণের ঘটনায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়েছে।

এই ঘটনায় ফুঁসে উঠেছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার রাতেই ধর্ষকদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে ছাত্রলীগ, ছাত্রদল ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিক্ষোভ করছে।

এছাড়া সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এসময় তারা ধর্ষককে অবিলম্বে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

অবরোধের কারণে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ান বাজার ও মৎস্য ভবনসহ বিভিন্ন রুটের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা শাহবাগ মোড় দিয়ে শুধুমাত্র এ্যাম্বুলেন্স ছাড়া মোটরসাইকেল, রিকশা, এমনকি পতাকাবাহী সরকারি গাড়িও চলাচল করতে দিচ্ছেন না।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024