চট্টগ্রামে শেখ হাসিনার জনসভার আগে ২৪ জনকে হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড

১৯৮৮ সালে স্বৈরাচার এরশাদ সরকারের আমলে চট্টগ্রামের লালদীঘি মাঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভার আগে গুলি চালিয়ে ২৪ জনকে হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার বিকাল ৩ টার পর চট্টগ্রামের বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি অঞ্চলের তৎকালীন পেট্রোল ইনসপেক্টর জে সি মণ্ডল, কন্সটেবল মোস্তাফিজুর রহমান, প্রদীপ বড়ুয়া, শাহ মো. আবদুল্লাহ ও মমতাজ উদ্দিন। এদের মধ্যে সি মণ্ডল পলাতক আছেন।

এ মামলার অপর ৩ আসামির মধ্যে প্রধান আসামি চট্টগ্রামের তৎকালীন পুলিশ কমিশনার মীর্জা রকিবুল হুদা, কনস্টেবল বশির উদ্দিন ও আব্দুস সালাম মৃত্যুবরণ করেছেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, সোমবার সকালে আসামিপক্ষের যুক্তি উপস্থাপন করার কথা ছিল। আসামি পক্ষ যুক্তি উপস্থাপন না করায় আদালতের বিচারক বিকালে এ রায় ঘোষণা করলেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি নগরীর লালদীঘি ময়দানে সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গাড়িবহরে পুলিশ এলোপাতাড়ি গুলি চালালে ২৪ জন মারা যান। আহত হন দু’শতাধিক মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন মো. হাসান মুরাদ, মহিউদ্দিন শামীম, এথলেবার্ট গোমেজ কিশোর, স্বপন কুমার বিশ্বাস, স্বপন চৌধুরী, পঙ্কজ বৈদ্য, বাহার উদ্দিন, চান্দ মিয়া, অজিত সরকার, রমেশ বৈদ্য, বদরুল আলম, ডি কে চৌধুরী, পলাশ দত্ত, আব্দুল কুদ্দুস, গোবিন্দ দাশ, শাহাদাত, সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান, সবুজ হোসেন, কামাল হোসেন, বি কে দাশ, সমর দত্ত, হাসেম মিয়া ও মো. কাসেম।

৬ ডিসেম্বর ১৯৯০ স্বৈরাচার এরশাদের পতনের পর ১৯৯২ সালের ৫ মার্চ আইনজীবী মো. শহীদুল হুদা বাদী হয়ে ওই মামলা করেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর মামলাটি পুনরায় প্রাণ ফিরে পায়। আদালতের আদেশে মামলাটির তদন্তের ভার পড়ে সিআইডির ওপর। সিআইডি ১৯৯৭ সালের ১২ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিল করে আদালতে। আবারও আদালতের নির্দেশে অধিকতর তদন্ত শেষে ১৯৯৮ সালের ৩ নভেম্বর পুলিশের আট সদস্যকে আসামি করে দ্বিতীয় দফায় অভিযোগপত্র দাখিল করা হয়।

চলতি বছরের ১৪ জানুয়ারি চাঞ্চল্যকর এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ওইদিন আদালত যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ১৯ জানুয়ারি দিন ঠিক করেন।

রোববার রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন শেষে পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে আদালত আসামি পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য সোমবার দিন রেখেছিলেন। কিন্তু সোমবার সবালে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন না করায় আদালত বিকালে রায় ঘোষণা করেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বদলে যাচ্ছে পাকিস্তান সেনাপ্রধানের পদবি Nov 10, 2025
img
মানিকগঞ্জে পার্কিং করা স্কুলবাসে আগুন Nov 10, 2025
img
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হলেন মেহেরপুরের ডিসি Nov 10, 2025
img
পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান Nov 10, 2025
img
লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সেলোনার দারুণ জয় Nov 10, 2025
img
সুপার টাইফুন ‘ফাং-ওং’র তাণ্ডব Nov 10, 2025
img
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ Nov 10, 2025
img
প্রথম নারী জেলা প্রশাসক পেল ব্রাহ্মণবাড়িয়া Nov 10, 2025
img
পাট অধিদপ্তরের ডিজিকে বদলি Nov 10, 2025
ডার্ক ওয়েবে ডেটা বিক্রির যুগ শেষ, বললেন আইসিটি উপদেষ্টা Nov 10, 2025
'সরকার নিজেদের দায়িত্ব ভুলে বসেছে' Nov 10, 2025
জনগণ সংস্কার বোঝে এবং জবাবদিহিতা চায়, দাবি তাসনিম জারার Nov 10, 2025
তারেক রহমানের উদ্দেশ্যে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী Nov 10, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Nov 10, 2025
ফেনীতে রেললাইনে নাশকতার চেষ্টা,গেটম্যানের তৎপরতায় বাঁচলো শত প্রাণ। Nov 10, 2025
বিশাল বাজেট-তারকাবহুল কাস্ট, ‘কিং’ সিনেমা নিয়ে তুমুল আলোচনা Nov 10, 2025
img
২৭ ভরি সোনা চুরির পর নিজেই ধরা দিলেন চোর! Nov 10, 2025
img
এলডিসি উত্তরণের পর বছরে তৈরি পোশাক রপ্তানি বিলিয়ন ডলার হ্রাসের শঙ্কা Nov 10, 2025
img
রাজামৌলির নতুন ছবির খলনায়কের লুক নিয়ে নেটদুনিয়ায় হাসির বন্যা Nov 10, 2025
img
ভোট ভিক্ষা করেই পার্লামেন্টে হাজির হব : ওসমান হাদি Nov 10, 2025