দুর্নীতি মাদক সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে: প্রধানমন্ত্রী

দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাজের অবক্ষয় রোধ ও আইনশৃংখলা স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

রোববার রাজধানীর মিরপুর সেনানিবাসে কমান্ড্যান্ট, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্সের সমাপনী ও গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজ কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ।

এসময় প্রধানমন্ত্রী বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সুতরাং এসব ব্যাপারে নমনীয়তার কোনো সুযোগ নেই।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনী বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে সেদেশের মানুষের মন জয় করেছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ১২৫ জন, নৌবাহিনীর ৩৪ জন, বিমান বাহিনীর ২২ জন এবং বিশ্বের ২১টি দেশের ৫৪ জন অফিসারসহ মোট ২৩৪ জন অফিসারকে গ্র্যাজুয়েশন সনদ দেয়া হয়।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: