ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে বিকাশ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন- সামাদ হাওলাদার (২৫) ও মো. ইলিয়াস বেপারী (৩৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সোমবার ভোরে মিয়া পাড়া গ্রামে অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করে। এসময় প্রতারক চক্রের হেফাজতে থাকা বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত ১৯টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ৪৭টি সীমকার্ড ও ১টি রাউটার জব্দ করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দীর্ঘদিন ধরে বিকাশ প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হয়েছে। আটককৃত দুইজনকে ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
টাইমস/এইচইউ