করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের হোম কোয়ারেন্টােইনের নির্দেশনা না মানায় বগুড়ায় বিদেশফেরত দুইজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার জেলার দুপচাঁচিয়া ও ধুনট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাকির হোসেন জানান, উপজেলায় হোম কোয়ারেন্টাইনে না থাকায় মালয়েশিয়া প্রবাসী একজনকে সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছে।
অন্যদিকে ধুনট উপজেলার নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, হোম কোয়ারেন্টাইনে না থাকায় ও বাজারে ঘোরাঘুরি করার জন্য ৩৪ বছর বয়সী এক মালয়েশিয়া প্রবাসীকে দুপুর ১টায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টাইমস/এইচইউ