দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশী যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাস ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। বিশ্ব জুড়ে আতঙ্ক। প্রতিদিনই হাজার খানিক মানুষ মারা যাচ্ছে বিভিন্ন স্থানে। বাংলাদেশে এরই মধ্যে দুইজন মারা গেছেন। আক্রান্তের সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন এলাকা লকডাউন করে দিয়েছে। এদিকে রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সকল রেস্টুরেন্ট ও চায়ের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

এমন প্রেক্ষাপটে সকল স্থলবন্দর দিয়ে বিদেশী যাত্রীদের বাংলাদেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। করোনাভাইরাস ঠেকাতে শনিবার এ সিদ্ধান্ত নেয়া হয়। এর মানে, বাংলাদেশের স্থলবন্দর ব্যবহার করে কোনো বিদেশী নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে পারবে না।

সিনিয়র সহকারি সচিব মনিরা হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ২২ মার্চ থেকে দেশের সব স্থলবন্দর দিয়ে বিদেশী যাত্রীদের বাংলাদেশে প্রবেশ বন্ধ থাকবে। বেনাপোল (যশোর), ভোমরা (সাতক্ষীরা), বাংলাবান্ধা (পঞ্চগড়), হিলি (দিনাজপুর), বুড়িমারী (লালমনিরহাট), রৌমারি (লালমনিরহাট), দর্শনা (চুয়াডাঙ্গা), নাকুগাঁও (শেরপুর), তামাবিল (সিলেট), শেওলা (সিলেট) ও আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) স্থলবন্দরে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: