ঝিনাইদহে অধিক মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টানানোসহ বিভিন্ন অভিযোগে ২০ প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চলে শৈলকুপা, সদর, হরিণাকুন্ডুসহ জেলার বিভিন্ন উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, করোনাভাইরাসের কারণে বিভিন্ন বাজারে অসাধু ব্যবসায়ীরা অবৈধ উপায়ে চাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। জনগণের ভোগান্তি লাঘবে ভ্রাম্যমাণ আদালতের ১০টি টিম জেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করে। এ সময় শৈলকুপার হাটফাজিলপুর বাজারে ছয়টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার, ভাটই বাজারে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার, গাড়াগঞ্জ বাজারে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, সদরের হাটগোপালপুর বাজারে পাঁচটি প্রতিষ্ঠাকে ৩৩ হাজার ২০০ টাকাসহ সর্বমোট ২০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা প্রশাসক এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
টাইমস/আরএ/এইচইউ