মৌলভীবাজারে প্রবাসী বাংলাদেশী নারীর মৃত্যু: এলাকায় আতঙ্ক

মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশী নারীর মৃত্যু হয়েছে। মাস খানিক আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের এক বাসায় তিনি অবস্থান করছিলেন। সোমবার হঠাৎ ওই নারী অসুস্থ হয়ে মারা যান। এ ঘটনা জানাজানি হলে, করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, মাস খানিক আগে ওই নারী দেশে ফেরেন। ২২ মার্চ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে মৌলভীবাজার শহরের একটি প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকরা রোগীকে সরকারি হাসপাতালে পাঠিয়ে দেন।

পরে ওই নারীকে অসুস্থ অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা ওই নারীর লাশ বাড়িতে নিয়ে দাফন করে।

এ ব্যাপারে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমদ ফয়সল জামান বলেন, মৃত্যু সনদ দেয়ার আগেই স্বজনরা মৃতের লাশ নিয়ে চলে যান। এ বিষয়ে জেলা সিভিল সার্জন ঘটনাস্থল পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে মৃত্যুর কারণ সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারব।

এদিকে প্রবাস ফেরত নারীর আকস্মিক মৃত্যুর ঘটনা জানাজানি হলে এলাকায় করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে মৃত ব্যক্তির কাশীনাথ সড়কের বাসায় পুলিশ হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগিয়ে দিয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার ফারুক আহমদ বলেন, প্রবাসী নারীর মৃত্যু নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। কিন্তু গুজব ছড়ানোর কোন সুযোগ নেই। সিভিল সার্জনসহ সংশ্লিষ্টরা এ ব্যাপারটি তদন্ত করছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: