এবার সব ধরনের ট্রেন চলাচল সন্ধ্যা থেকে বন্ধ

করোনাভাইরাসের বিস্তাররোধে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার দুপুরে চলমান পরিস্থিতি নিয়ে রেল ভবনে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে কমলাপুর থেকে দেশের কোনো গন্তব্যে ট্রেন ছেড়ে যাবে না। তেমনি ঢাকায়ও কোনো ট্রেন আসবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

মন্ত্রী জানান, যেসব রেল বিভিন্ন বেজ স্টেশন থেকে ঢাকায় এসেছে, তারা আবার ফিরে যাওয়ার পর এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে তেল, খাদ্যসহ জরুরি পণ্য পরিবহনের জন্য সীমিত আকারে ট্রেন চলবে।

তিনি বলেছেন, করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা ও সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে মেইল ও লোকাল ট্রেন বন্ধের ঘোষণা দেয়া হয়েছিল।

করোনা: গণপরিবহন, লোকাল ট্রেন, লঞ্চ বন্ধ

 

টাইমস/এইচইউ

Share this news on: