বাল্যবিয়ে বন্ধ: সোনাইমুড়ীতে বরকে জরিমানা  

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে বর কাতারপ্রবাসী ইকবাল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার নদনা ইউনিয়নের কালুয়াই গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম টিনা পাল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পারিবারিকভাবে বৃহস্পতিবার সোনাইমুড়ী উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা গ্রামের কুয়েত প্রবাসী ইকবাল হোসেনের সাথে এক স্কুলছাত্রীর বিয়ের দিন ধার্য করা হয়। দুপুরে খাওয়া শেষে বিয়ে সম্পন্নের প্রস্তুতিকালে গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় বিয়ের চেষ্টার অপরাধে বর ইকবালকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়া প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েটির বিয়ে দেবে না এ মর্মে কনের মা ছালেহা বেগম এবং বর ইকবালের কাছ থেকে মুছলেকাও নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম টিনা পাল বাল্যবিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: