ফটিকছড়িতে খালে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মধ্য কাঞ্চনগর গ্রামের ধুরুং খালে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম পুষ্পা মনি (৭) ও মায়া মনি (৫)। তারা ওই গ্রামের চরপাড়ার হাজি বজল বাড়ির মুহাম্মদ এখলাছ ও তার ভাই প্রবাসী মো. সরওয়ার আলমের মেয়ে।

কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী বলেন, গ্রামের চরপাড়ার হাজি বজল বাড়ির সামনে একটি কুম্ভায় (খাল) মাছ ধরতে যান মুহাম্মদ এখলাছ। সঙ্গে পুষ্পা ও মায়াকে নিয়ে যান। এখলাছের অগোচরে হঠাৎ দুই শিশু পানিতে পড়ে ডুবে যায়। পরে টের পেয়ে এখলাছের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

শিশুদের হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যকেন্দ্রে জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. আবদুল বাছেত।

বিষয়িটি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি মো. বাবুল আকতার বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: