খুলনায় ৬০ কোটি টাকা মূল্যের কষ্টি পাথর উদ্ধার

খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে ৬০ কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরসহ দুই জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। রোববার রাতে উপজেলার হাটবাটি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কষ্টিপাথরটিতে ব্রিটিশ শাসনামলের (১৮১৮ সাল) ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম খোদাই করা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের মৃত আব্দুল খালেক ফকিরের ছেলে মো. আব্দুর রহমান (৩০) ও কালচাঁদ বাচারের ছেলে ওমালিন্দ বাচার (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৬ এর মিডিয়া সমন্বয়কারী সহকারী পুলিশ সুপার মো. মাহবুব-উল-আলম জানান, র‌্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা উপজেলার হাটবাটি গ্রামের সৈয়দ মোল্লার বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালিয়ে পাথরটি উদ্ধার ও দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পাথরটিরর গায়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম ও ১৮১৮ সাল খোদাই করা আছে। পাথরটির আনুমানিক মূল্য প্রায় ৬০ কোটি টাকা।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে পরস্পর যোগসাজসে চোরাচালানের মাধ্যমে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে কষ্টি পাথর নিজেদের হেফাজতে রেখেছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: