করোনা: রংপুরে উপজেলা চেয়ারম্যানসহ আরও ৯ জন আক্রান্ত  

রংপুরে গত ২৪ ঘণ্টায় উপজেলা পরিষদের এক চেয়ারম্যান, পুলিশ ও আনসারসহ ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

ডা. একেএম নুরুন্নবী লাইজু জানান, রংপুর মেডিকেল কলেজের (রমেক) অনুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর ও কুড়িগ্রাম জেলার ৯ জনের নমুনায় করোনা শনাক্ত হয়।

আক্রান্তরা হলেন- রংপুর সদর উপজেলা চেয়ারম্যান, সদ্যপুষ্করিণী ইউনিয়নের এক তরুণী (২০), গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের এক বৃদ্ধ (৬০), পীরগাছা উপজেলার এক যুবক (২০), নগরীর জুম্মাপাড়ার এক নারী (৩১), কেরানীপাড়া জামতলা মসজিদ এলাকার এক তরুণী (২০) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্য (৫৭)। এ নিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২২ জনে।

এছাড়া কুড়িগ্রাম পুলিশ লাইন্সের দুই নারী পুলিশ সদস্য রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: