আম্পানের প্রভাবে সারাদেশে ফেরি চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট সুপার ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর প্রভাবে দেশের সব রুটের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘আম্পান’ এর কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ী, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর, ভেদুরিয়া-লাহারহাট রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) জিল্লুর রহমান বলেন, মঙ্গলবার ভোর থেকে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে। পাশাপাশি বিপুল সংখ্যক প্রাইভেটকারও ফেরি পারের অপেক্ষায় ঘাটে আটকে আছে।

 

টাইমস/এসএন

Share this news on: