করোনা: চট্টগ্রামে একদিনে ১৩২ জন শনাক্ত, দুইজনের মৃত্যু

চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ১৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে আছেন রাউজান উপজেলা চেয়ারম্যান, দুইজন সাংবাদিক এবং সাতজন পুলিশ সদস্য। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৭৭ জনে। এছাড়া মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুইজনে মৃত্যু হয়েছে। এতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম ও কক্সবাজারে চার ল্যাবে নমুনা পরীক্ষায় ১৩২ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

ডা. হাসান শাহরিয়ার কবির জানান, মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬২টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৫৮ জনের। চট্টগ্রাম জেলায় ৫৪ এবং নোয়াখালীর এক ও লক্ষ্মীপুর জেলায় তিনজন আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের আক্রান্তদের মধ্যে মহানগরীর ৪৪ এবং বিভিন্ন উপজেলার ১০ জন আছেন। উপজেলা পর্যায়ে রাউজানে এক, হাটহাজারীতে এক, বাঁশখালীতে দুই, সীতাকুণ্ডে পাঁচ ও ফটিকছড়িতে একজন আছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯৫টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে কক্সবাজারের একজন এবং বাকি ৭৪ জন চট্টগ্রামের বাসিন্দা। চট্টগ্রামের আক্রান্তদের মধ্যে মহানগরী এলাকার ৭১ জন এবং উপজেলা পর্যায়ের তিনজন আছেন।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের নয়টি নমুনা পরীক্ষা করে লোহাগাড়া উপজেলার একজনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে মোট ৭০টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার তিনজন এবং রাঙামাটির ১৭ জন আছেন।

এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করোনাভাইরাস আক্রান্ত দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব জানান, রোগীদের মধ্যে ৫৮ বছর বয়সী একজন বুধবার ভোর ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নগরীর আকবর শাহ এলাকার ওই বাসিন্দা করোনাভাইরাসের সাথে ডেঙ্গুতেও আক্রান্ত হয়েছিলেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আইসোলেশন ওয়ার্ডে মারা যান ৫৭ বছর বয়সী আরেকজন। তিনি নগরীর হালিশহর এলাকার ওই বাসিন্দা। করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি পাঁচ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।তবে জ্বর-শ্বাসকষ্টের মত উপসর্গ ছাড়া তার অন্য কোনো রোগ ছিল না।

সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মোট ৯৭৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, তাদের মধ্যে মারা গেছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২০ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জাহাজসহ জিম্মি নাবিকদের উদ্ধারে সরকার অনেক দূর এগিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী Mar 28, 2024
img
ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ৮৯.৯৩ শতাংশ ফেল Mar 28, 2024
img
একনেকে ৮ হাজার ৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন Mar 28, 2024
img
রাজসিক সংবর্ধনায় দায়িত্ব নিলেন বিএসএমএমইউ'র নতুন উপাচার্য Mar 28, 2024
img
রোদে পোড়া ত্বকের যত্নে হলুদের ঘরোয়া প্যাক Mar 28, 2024
img
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি Mar 28, 2024
img
ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৫ Mar 28, 2024
img
বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: ম্যাথিউ মিলার Mar 28, 2024
img
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত Mar 28, 2024
img
নিষেধাজ্ঞার ৩ দিনের মধ্যে ভারত থেকে পেঁয়াজ আমদানির প্রস্তাব অনুমোদিত Mar 27, 2024