করোনা: নেত্রকোনায় জেলা জজসহ আরও ২২ জন শনাক্ত

নেত্রকোনায় করোনাভাইরাসে জেলা জজ, স্বাস্থ্যকর্মী, ব্যাংকার সহ নতুন করে ২২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত বেড়ে ১৯৯ জনে দাঁড়াল। এর মধ্যে মারা গেছেন ২ জন আর সুস্থ হয়েছেন ৪৮ জন।

শুক্রবার রাতে পিসিআর ল্যাবে পাঠানো নমুনার সর্বশেষ নতুন ১৫৭টি রিপোর্টে এই ২২ জনের করোনা শনাক্ত হয়। জেলা সিভিল সার্জন তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে একজন জেলা ও দায়রা জজ, একজন নির্বাহী হাকিম, জেলা কারাগারের একজন গাড়ি চালক, সদর হাসপাতালের একজন স্বাস্থ্য কর্মীসহ, কেন্দুয়ায় সোনালী ব্যাংকের তিনজন কর্মকর্তা ও রুপালী ব্যাংকের একজন কর্মকর্তা, একজন স্বাস্থ্যকর্মী, মদনে সোনালী ব্যাংকের তিনজন কর্মকর্তা, একজন স্বাস্থ্যকর্মী নিয়ে চারজন, মোহনগঞ্জে একজন স্বাস্থ্য কর্মীসহ মোট দুজন ও পূর্বধলায় এক মৎস্য কর্মকর্তা রয়েছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: