বগুড়ায় বিপৎসীমার ওপরে যমুনা নদীর পানি

বগুড়ায় যমুনা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান।

জানা যায়, বগুড়ায় যমুনার পানি বাড়ার কারণে সারিয়াকান্দি উপজেলার কর্নিবাড়ি, বোহাইল, চন্দনবাইশা, কামালপুর, চালুয়াবাড়ি, হাটশেরপুর, কাজলা, কুতুবপুর ইউনিয়ন এবং ধুনট উপজেলার ভান্ডারবাড়ি নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।

প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যমুনা নদীতে বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। শনিবার সন্ধ্যা ৬টার হিসাব অনুযায়ী নদীর পানি ১৬ দশমিক ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং পানি বাড়া অব্যাহত রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: