করোনা উপসর্গে রাজশাহীতে একদিনে ৫ জনের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহীতে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার দিনের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- রাজশাহী নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার রাবেয়া বেগম (৬৫), ঘোষপাড়া এলাকার মো. খোকন (৪০), রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ গ্রামের মকবুল হোসেন (৭৫), যশোরের অভয়নগরের আশরাফুল ইসলাম (৪৮) এবং শাহমখদুম থানার পেছনের হিন্দুপাড়া এলাকার সুভাষ চন্দ্র সাহা (৫০)।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তারা করোনা আক্রান্ত ছিলেন কি-না তা পরীক্ষার পরই বলা যাবে।

জানা গেছে, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাবেয়া বেগম মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে। হাসপাতালের ৩৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মো. খোকন। আশরাফুল ইসলাম মারা গেছেন রাজশাহীর হজরত শাহমখদুমের (রহ.) মাজারে। বেশ কিছুদিন আগে তিনি রাজশাহীতে আসেন। কয়েক দিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন।

এছাড়া নিজ বাড়িতে মারা গেছেন মকবুল হোসেন ও সুভাষ চন্দ্র সাহা। মৃত মকবুল হোসেনের দুই ছেলে করোনায় আক্রান্ত। নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তারা। একমাত্র মকবুল হোসেন বাদে অন্যদের মরদেহ দাফন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

 

টাইমস/এইচইউ

Share this news on: