রংপুরে বন্ধুদের সঙ্গে ব্রিজ থেকে নদীতে লাফ দিয়ে কলেজছাত্র নিখোঁজ

রংপুরের বদরগঞ্জে বন্ধুদের সঙ্গে সেতু থেকে যমুনেশ্বরী নদীর পানিতে লাফ দিতে গিয়ে নিখোঁজ হয়েছে এক শিক্ষার্থী। তার নাম সনেট সরকার। মঙ্গলবার বিকালের দিকে উপজেলা কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

সনেট সরকার ওই এলাকার কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি শিক্ষার্থী। সে একই এলাকার ডাঙ্গলপাড়ার রনজু সরকারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরের পর সনেটসহ তার অপর চার বন্ধু গোসল করতে যমুনেশ্বরী নদীর ওপর নাগেরহাট সেতু থেকে নদীতে লাফিয়ে পড়েন। এতে খরস্রোতা পানির তোড়ে ভেসে যায় পাঁচ বন্ধু। ঘটনাটি দেখে স্থানীয়রা রিপন, মমিনুল, হাফিজুর ও রিয়াদ নামে চার বন্ধুকে উদ্ধার করতে পারলেও সনেট পানির স্রোতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে বিকালের দিকে রংপুর ও বদরগঞ্জ থেকে দমকল বাহিনীর দুটি ডুবুরি দল অভিযানে নামে।

বদরগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দলনেতা গোলজার হোসেন জানান, নদীতে এমনিতেই টইটুম্বুর পানি। ঘটনাস্থল থেকে ভাটি এলাকায় নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: