নৌবাহিনী প্রধান হিসেবে ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সদ্য বিদায়ী নৌবাহিনী প্রধান এডমিরাল এএমএম এম আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
শনিবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে নৌ সদর দপ্তরে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌ সদর দপ্তরের সকল প্রিন্সিপাল ষ্টাফ অফিসার, সকল আঞ্চলিক কমান্ডার, সকল ডকইয়ার্ড/শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং উর্ধ্বতন নৌ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম শাহীন ইকবাল ১৯৮০ সালের ১ জুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। ১৯৮২ সালের ১ ডিসেম্বর তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। পেশাগত জীবনে এডমিরাল শাহীন ইকবাল দেশে-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সামরিক কৌশলগত শিক্ষা অর্জন করেছেন। পেশাদারিত্ব, সততা ও একনিষ্ঠতার জন্য তিনি নৌবাহিনীর সর্বস্তরের কর্মকর্তা ও নাবিকদের কাছে সুপরিচিত।
এর আগে তিনি নৌবাহিনী ফ্রিগেটসহ সকল শ্রেনির জাহাজ ও গুরুত্বপূর্ণ ঘাঁটি কমান্ড করেছেন। এছাড়া তিনি নৌ সদর দপ্তরে সহকারী নৌপ্রধান (অপারেশান্স), সহকারী নৌপ্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশান্স, পরিচালক নৌ গোয়েন্দাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা ও সফলতার সাথে পালন করেন।
টাইমস/এসএন