শাজাহান খানের মেয়ের ‘ভুল’ করোনা নেগেটিভ রিপোর্ট, দায় নিলো ল্যাব

‘ভুল করে’ সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানকে করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রফেসর ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান।

এর আগে রোববার করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে লন্ডনে যাওয়ার জন্য বিমানবন্দরে যান সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান। তবে অনলাইনের রেজাল্টের সঙ্গে তার হাতে থাকা করোনার রিপোর্টে মিল না পাওয়ায় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ফেরত পাঠান।

ডাটা এন্ট্রি অপারেটরের ভুলের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল জানিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক জানান, গত ২৫ জুলাই আমাদের প্রতিষ্ঠানে একটি প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছিল। কেননা আমাদের এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা একটি যৌক্তিক দাবি নিয়ে কর্মসূচি পালন করছেন। তারা কর্মবিরতি পালন করছিলেন। বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহের প্রথম দিকে শুধু আমাদের প্রতিষ্ঠানে এসব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতো। সেই ধারাবাহিকতায় ২৪ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন বুথ থেকে নমুনা সংগ্রহ করে তা আমাদের কাছে পাঠানো হয়। এটি সন্ধ্যায় আমরা গ্রহণ করি।

তিনি বলেন, ২৪ ঘণ্টাই রিপোর্ট দেওয়ার যে বাধ্যবাধকতা সেই বাধ্যবাধকতার মধ্যে আমরা একটু ব্যত্যয় এর মধ্যে পড়ে যাই। পরবর্তী দিনে আমাদের এখানে সরকারিভাবে যারা মেডিকেল টেকনোলজিস্ট আছেন এবং অন্যান্য যারা আছেন তারা এই নমুনা পরীক্ষার কাজে হাত লাগান। সেদিন আমাদের ৪০২টি নমুনা পরীক্ষা করতে সময় একটু বেশি লেগে যায়।

পরিচালক আরও বলেন, ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা প্রথমে কিছু সংখ্যক যাত্রীর ফলাফলের রিপোর্ট এবং রাত সাড়ে ৯টায় বাকি যাত্রীদের রিপোর্ট পাঠাই এমআইএস ইমিগ্রেশন এবং ডিএনসিসি'র ইমেইলে। যখন এই ডাটাগুলো আমাদের অপারেটররা এমআইএস এর সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার কাজ করে, প্রথম যাত্রার ইমেইলে প্রাক্তন মন্ত্রী শাজাহান খানের কন্যা ঐশী খানের রিপোর্ট ছিল। সেটি ভুলক্রমে ফলাফল লেখা ছিল নেগেটিভ। ওই নেগেটিভ রিপোর্ট আমাদের কম্পিউটার থেকে তৈরি করা হয়। আমাদের একজন অফিসার সেটি স্বাক্ষর করেন এবং ইমেইলে পাঠানো হয়।

তিনি আরও জানান, দ্বিতীয় দফায় যাত্রীদের রিপোর্ট যখন আমরা সফটওয়্যারে এন্ট্রি দিতে যাবো, তখন সামগ্রিক পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় ওই রিপোর্ট আসলে নেগেটিভ না। সেটি পজিটিভ। তখন আমাদের সমন্বয়কারী সব রিপোর্টের প্রিন্ট কপি বের করে সব রিপোর্ট আমার স্বাক্ষর দিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবার প্রস্তুত করেন এবং আগের মতো ইমেইলে পাঠিয়ে দেন। তখন এই ডাটা আমরা সফটওয়্যারে এন্ট্রি করে দেই। সেখানে ঐশী খানের ফলাফল পজিটিভ হিসেবেই এন্ট্রি করা হয়। এমআইএস থেকে অটো জেনারেট হয়ে রিপোর্ট ডিএনসিসি বুথে যায়।

তিনি বলেন, কিন্তু সেদিন যেহেতু আমাদের এখানে একটি সমস্যা ছিল, তাই আমরা রিপোর্টগুলো সরাসরি এমআইএস এ পাঠাতে পারিনি। সরাসরি ইমেইলে পাঠাই। কিন্তু ডাটা এন্ট্রির সময়ে সফটওয়্যারে পজিটিভ করাই ছিল। তিনি (ঐশী খান) নেগেটিভ রিপোর্ট নিয়েই বিমানবন্দরে যান। আমরা যে ইমেইল দিয়েছিলাম তার ভিত্তিতেই ইমিগ্রেশন বলে উনি পজিটিভ। ঐশী খান যেই রিপোর্ট হাতে করে নিয়ে গিয়েছিলেন এই রিপোর্ট আমাদের প্রতিষ্ঠান থেকে ভুল করে করা হয়েছিল। যেটি আমরা সংশোধন করেছি পরবর্তী ইমেইলের মাধ্যমে।

পরিচালক আরও বলেন, আমাদের এখানেই ডাটা এন্ট্রি অপারেটরের ভুলের জন্য ওনার কাছে নেগেটিভ রিপোর্টটি যায়। এর কারণে জনসম্মুখে তিনি হেয় হয়েছেন। সেটা আমরা স্বীকার করি। আমরা এটি আরও খতিয়ে দেখছি। যিনি ভুলটি করেছেন তিনি সাময়িক সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত। তার বিরুদ্ধে আমরা শিগগিরই ব্যবস্থা নেবো।

করোনার সনদ জালিয়াতিতে ধরা খেলেন শাজাহান খানের মেয়ে!

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশের হাইকমিশনারের সাথে মালদ্বীপ ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেলের সাক্ষাৎ Jan 17, 2026
img
নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা দেখালে শাস্তিমূলক ব্যবস্থা Jan 17, 2026
img
ভালোবাসা বিলানোর স্মারকস্বরূপ এবার দেবকে বড় স্বীকৃতি ভারতীয় ডাক বিভাগের Jan 17, 2026
img
পাম্প কর্মচারীকে হত্যা, গ্রেপ্তার সুজন যুবদলের কেউ না Jan 17, 2026
img
নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয়: ডিএমপি কমিশনার Jan 17, 2026
img
ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে : আসিফ মাহমুদ Jan 17, 2026
img
শাশুড়ির কোন পরামর্শে সুখী দাম্পত্য টুইঙ্কল-অক্ষয়ের? ২৫ বছরের বিবাহবার্ষিকীতে সিক্রেট ফাঁস ‘খিলাড়ি’র Jan 17, 2026
img
জনতা ব্যাংকের সাবেক দুই চেয়ারম্যানসহ ১৮ পরিচালককে দুদকে তলব Jan 17, 2026
img
মালদহে মোদির ঝাঁঝালো ভাষায় আক্রমণ, বিজেপির বিরুদ্ধে অভিষেকের পাল্টা অভিযোগ Jan 17, 2026
img
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ Jan 17, 2026
img
১৫ বছর দেশ থেকে প্রচুর পরিমাণে অর্থপাচার হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা Jan 17, 2026
img
খুলনার ৬টি আসনে ৩৮ জনের মধ্যে নারী প্রার্থী মাত্র ১ জন Jan 17, 2026
img
ভারতের হরিদ্বারে 'হিন্দু না হলে' প্রবেশ নিষেধ Jan 17, 2026
img
গাজা পুনর্গঠনে ‌‘বোর্ড অব পিস’ ঘোষণা ট্রাম্পের Jan 17, 2026
img
মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা Jan 17, 2026
img
২০২৬ বিশ্বকাপে মাত্র ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে Jan 17, 2026
img
বিএনপির কর্মসূচি ঘোষণা Jan 17, 2026
img
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীকে শোকজ Jan 17, 2026
img
১২৫ রানেই গুটিয়ে গেল রাজশাহী Jan 17, 2026
img
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খোকন Jan 17, 2026