শাজাহান খানের মেয়ের ‘ভুল’ করোনা নেগেটিভ রিপোর্ট, দায় নিলো ল্যাব

‘ভুল করে’ সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খানকে করোনা নেগেটিভ রিপোর্ট দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক প্রফেসর ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান।

এর আগে রোববার করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে লন্ডনে যাওয়ার জন্য বিমানবন্দরে যান সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশী খান। তবে অনলাইনের রেজাল্টের সঙ্গে তার হাতে থাকা করোনার রিপোর্টে মিল না পাওয়ায় ইমিগ্রেশন কর্মকর্তারা তাকে ফেরত পাঠান।

ডাটা এন্ট্রি অপারেটরের ভুলের কারণে এই সমস্যা তৈরি হয়েছিল জানিয়ে প্রতিষ্ঠানটির পরিচালক জানান, গত ২৫ জুলাই আমাদের প্রতিষ্ঠানে একটি প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছিল। কেননা আমাদের এখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা একটি যৌক্তিক দাবি নিয়ে কর্মসূচি পালন করছেন। তারা কর্মবিরতি পালন করছিলেন। বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহের প্রথম দিকে শুধু আমাদের প্রতিষ্ঠানে এসব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতো। সেই ধারাবাহিকতায় ২৪ জুলাই ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন বুথ থেকে নমুনা সংগ্রহ করে তা আমাদের কাছে পাঠানো হয়। এটি সন্ধ্যায় আমরা গ্রহণ করি।

তিনি বলেন, ২৪ ঘণ্টাই রিপোর্ট দেওয়ার যে বাধ্যবাধকতা সেই বাধ্যবাধকতার মধ্যে আমরা একটু ব্যত্যয় এর মধ্যে পড়ে যাই। পরবর্তী দিনে আমাদের এখানে সরকারিভাবে যারা মেডিকেল টেকনোলজিস্ট আছেন এবং অন্যান্য যারা আছেন তারা এই নমুনা পরীক্ষার কাজে হাত লাগান। সেদিন আমাদের ৪০২টি নমুনা পরীক্ষা করতে সময় একটু বেশি লেগে যায়।

পরিচালক আরও বলেন, ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমরা প্রথমে কিছু সংখ্যক যাত্রীর ফলাফলের রিপোর্ট এবং রাত সাড়ে ৯টায় বাকি যাত্রীদের রিপোর্ট পাঠাই এমআইএস ইমিগ্রেশন এবং ডিএনসিসি'র ইমেইলে। যখন এই ডাটাগুলো আমাদের অপারেটররা এমআইএস এর সফটওয়্যারে এন্ট্রি দেওয়ার কাজ করে, প্রথম যাত্রার ইমেইলে প্রাক্তন মন্ত্রী শাজাহান খানের কন্যা ঐশী খানের রিপোর্ট ছিল। সেটি ভুলক্রমে ফলাফল লেখা ছিল নেগেটিভ। ওই নেগেটিভ রিপোর্ট আমাদের কম্পিউটার থেকে তৈরি করা হয়। আমাদের একজন অফিসার সেটি স্বাক্ষর করেন এবং ইমেইলে পাঠানো হয়।

তিনি আরও জানান, দ্বিতীয় দফায় যাত্রীদের রিপোর্ট যখন আমরা সফটওয়্যারে এন্ট্রি দিতে যাবো, তখন সামগ্রিক পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় ওই রিপোর্ট আসলে নেগেটিভ না। সেটি পজিটিভ। তখন আমাদের সমন্বয়কারী সব রিপোর্টের প্রিন্ট কপি বের করে সব রিপোর্ট আমার স্বাক্ষর দিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবার প্রস্তুত করেন এবং আগের মতো ইমেইলে পাঠিয়ে দেন। তখন এই ডাটা আমরা সফটওয়্যারে এন্ট্রি করে দেই। সেখানে ঐশী খানের ফলাফল পজিটিভ হিসেবেই এন্ট্রি করা হয়। এমআইএস থেকে অটো জেনারেট হয়ে রিপোর্ট ডিএনসিসি বুথে যায়।

তিনি বলেন, কিন্তু সেদিন যেহেতু আমাদের এখানে একটি সমস্যা ছিল, তাই আমরা রিপোর্টগুলো সরাসরি এমআইএস এ পাঠাতে পারিনি। সরাসরি ইমেইলে পাঠাই। কিন্তু ডাটা এন্ট্রির সময়ে সফটওয়্যারে পজিটিভ করাই ছিল। তিনি (ঐশী খান) নেগেটিভ রিপোর্ট নিয়েই বিমানবন্দরে যান। আমরা যে ইমেইল দিয়েছিলাম তার ভিত্তিতেই ইমিগ্রেশন বলে উনি পজিটিভ। ঐশী খান যেই রিপোর্ট হাতে করে নিয়ে গিয়েছিলেন এই রিপোর্ট আমাদের প্রতিষ্ঠান থেকে ভুল করে করা হয়েছিল। যেটি আমরা সংশোধন করেছি পরবর্তী ইমেইলের মাধ্যমে।

পরিচালক আরও বলেন, আমাদের এখানেই ডাটা এন্ট্রি অপারেটরের ভুলের জন্য ওনার কাছে নেগেটিভ রিপোর্টটি যায়। এর কারণে জনসম্মুখে তিনি হেয় হয়েছেন। সেটা আমরা স্বীকার করি। আমরা এটি আরও খতিয়ে দেখছি। যিনি ভুলটি করেছেন তিনি সাময়িক সময়ের জন্য নিয়োগপ্রাপ্ত। তার বিরুদ্ধে আমরা শিগগিরই ব্যবস্থা নেবো।

করোনার সনদ জালিয়াতিতে ধরা খেলেন শাজাহান খানের মেয়ে!

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ: রোড সেফটি ফাউন্ডেশন Jan 10, 2026
img
বাংলাদেশের ম্যাচ সরানো ভারতের এখতিয়ারে পড়ে না: বিসিসিআই সেক্রেটারি Jan 10, 2026
img
‘পরাণ’ ও ‘দামাল’র পর আবারও আসছে রাজ-মিম জুটি Jan 10, 2026
img
এবার মেক্সিকোতে সামরিক অভিযানের চালানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প Jan 10, 2026
img
আমাকে মাননীয় বলবেন না, সাংবাদিকদের উদ্দেশে তারেক রহমান Jan 10, 2026
img
একটি পূর্ণাঙ্গ গানের শুটিং মাত্র এক টেকে সম্পন্ন করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা Jan 10, 2026
img
ব্যাটিংয়ে নামার আগে সাইফকে জেরা, বিসিবি ইন্টিগ্রিটি ইউনিটের বিরুদ্ধে ক্ষোভ মিথুনের Jan 10, 2026
img
ব্যাংকের সুদের হার এখনই কমানো সম্ভব নয় : অর্থ উপদেষ্টা Jan 10, 2026
img
নির্বাচন নস্যাৎ করতে কঠিন ষড়যন্ত্র চলছে: হাবিবুর রশিদ হাবিব Jan 10, 2026
img
হলুদের সাজে নজর কাড়লেন অভিনেত্রী বুবলী Jan 10, 2026
img
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ Jan 10, 2026
img
আপনাদের বিষ কথায় আমাকে মেরে ফেলবেন না প্লিজ!: দেবলীনা নন্দী Jan 10, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে নীরবতা ভাঙল ভারতীয় বোর্ড Jan 10, 2026
img
রাশিয়া ও চীনকে ঠেকাতে গ্রিনল্যান্ডের দিকে চোখ ট্রাম্পের Jan 10, 2026
img
প্রার্থিতা ফিরে পাওয়ার পর ফেসবুকে তাসনিম জারার স্ট্যাটাস Jan 10, 2026
img
যতই ষড়যন্ত্র হোক, ইনশাল্লাহ সঠিক সময়েই দেশে সুষ্ঠু নির্বাচন হবে: ফারুক Jan 10, 2026
img
সৌদি আরবে পৌঁছেছেন এমবাপে, এল ক্লাসিকো কি খেলবেন? Jan 10, 2026
img
সারাদেশে তাপমাত্রা নিয়ে অধিদপ্তরের নতুন বার্তা Jan 10, 2026
img
প্রার্থিতা ফিরে পেলেন জাতীয় পার্টির ৪ জন Jan 10, 2026
img
প্রার্থিতা ফিরে পেলেন টাঙ্গাইল-১ আসনের মোহাম্মদ আলী Jan 10, 2026