অর্থ আত্মসাতের মামলায় ৭ দিনের রিমান্ডে সাহেদ

করোনা টেস্টের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে আটক রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক মো. সাহেদের আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের একটি মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়।

সোমবার দুপুরে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে দুই দফায় সাহেদের ৩৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, এর আগে গত বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের প্রয়োজনে সাহেদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করেছিলেন। এদিন দুপুর ১২টায় বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে সাহেদকে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে আদালত সাহেদের আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে গত ২৭ জুলাই দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে সাহেদসহ চার জনের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলা করেন।

মামলার অপর আসামিরা হলেন- পদ্মা ব্যাংক লিমিটেড (সাবেক দি ফারমার্স ব্যাংক লিমিটেড)-এর পরিচালনা পর্ষদের নির্বাহী/অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী, বকশীগঞ্জ টু স্পিনার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক চিশতি এবং রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিল।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেডের গুলশান করপোরেট শাখা থেকে এক কোটি টাকা (সুদাসলসহ ২ কোটি ৭১ লাখ টাকা) আত্মসাৎ করেন।

 

টাইমস/এসএন

Share this news on: