ওসি প্রদীপসহ তিন পুলিশ কর্মকর্তার জিজ্ঞাসাবাদ চলছে

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে মেজর (অব:) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপসহ তিন পুলিশ কর্মকর্তার জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন- এসআই লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি এ জিজ্ঞাসাবাদ শুরু করে।

সোমবার বেলা ১১টা থেকে জেল কোড অনুযায়ী কারা ফটকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রতিবেদন তৈরির শেষ সময় পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছিলো। কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোকাম্মেল হোসেন গণমাধ্যমকে এসব বিষয় নিশ্চিত করেন।

কারা কর্মকর্তা মোকাম্মেল হোসেন জানান, তদন্ত কমিটির আহবায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমানের নেতৃত্বে বেলা ১১টার দিকে তদন্ত দল কারাগারের ফটকে অবস্থান করে আসামিদের পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদের শুরুতে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, এসআই লিয়াকত ও এসআই নন্দ দুলালের বক্তব্য নেয়া হবে। এর পর একই মামলার আসামি বহিষ্কৃত পুলিশের এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আবদুল্লাহ আল মামুন, এবং সন্দেহজনক আসামি নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াজের বক্তব্য নেবে তদন্ত দল।

এ বিষয়ে তদন্ত কমিটির আহবায়ক ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার চেষ্টা চলছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী ২৩ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

এর আগে গত ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন- লে. কর্নেল মোহাম্মদ সাজ্জাদ, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন ও কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহা. শাজাহান আলি।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024