মেজর সিনহা হত্যায় জড়িতদের বিচার হতেই হবে: সেনাপ্রধান

টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা হত্যাকান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

বুধবার চট্টগ্রামে রেজিমেন্টাল কালার প্যারেড শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জেনারেল আজিজ আহমেদ।

এর আগে তিনি সকালে চট্টগ্রাম সেনানিবাসে ৬টি ইউনিটকে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পতাকা তুলে দেন তিনি। এসময় কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি সালাম গ্রহণ করেন সেনাপ্রধান।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যাকান্ডে জড়িতদের শাস্তি হতেই হবে। তবে মেজর সিনহা হত্যাকান্ডের পর সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে মুখোমুখি করার চক্রান্ত হয়েছে।

আরও পড়ুন-

সিনহা হত্যা: পুলিশের তিন সাক্ষী ফের ৩ দিনের রিমান্ডে

সিনহা হত্যা: চতুর্থ দফায় একদিনের রিমান্ডে ওসি প্রদীপ

স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে আদালতে এসআই নন্দ দুলাল

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ