সাড়ে চার মাস পর একদিনে করোনায় সর্বনিম্ন মৃত্যু

সাড়ে চারমাস পরে দেশে করোনায় একদিনের হিসেবে সর্বনিম্ন ১৬ জনের মৃত্যু হয়েছে। ১৩৯ দিন আগে একদিনে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা ছিল ১৭ জন। এদিকে নতুন করে আরও ১৬ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাড়াল ৫ হাজার ৫৯৩ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮১৫টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬৮৪ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৩ লাখ ৮২ হাজার ৯৫৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭৬ জন এবং মোট সুস্থ ২ লাখ ৯৭ হাজার ৪৪৯ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। ১৮ জুলাই আক্রান্তের সংখ্যা দুই লাখ পেরিয়ে যায়।

 

টাইমস/এসএন

Share this news on: