ধর্ষণের মামলায় প্রথম পাঁচ আসামির মৃত্যুদণ্ড

অপহরণের পরে ধর্ষণের দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন টাঙ্গাইলের একটি আদালত। সম্প্রতি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান চালু হওয়ার পর প্রথম ভূঞাপুর উপজেলার অপহরণের পর গণধর্ষণ মামলায় চাঞ্চল্যকর এ রায় দেয়া হয়েছে।

রায়ে মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- সাগর চন্দ্র, সুজন মনি ঋষি, সঞ্জিত, রাজন ও গোপি চন্দ্র শীল। রায় ঘোষণার সময় সঞ্জিত ও গোপী চন্দ্র শীল আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক রয়েছে।

জানা যায়, ২০১২ সালের জানুয়ারিতে ভূঞাপুরে এক নারীকে অপহরণের পরে গণধর্ষণ করে ওই পাঁচ আসামি। ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’-এর ৯(গ) ধারা অনুযায়ী গণধর্ষণের অপরাধে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ