সবাই যখন ঘুমে শিশুটি তখন পানিতে হাবুডুবু খাচ্ছিল!

নেত্রকোনার মদনে তোয়া আকতার নামে বাকপ্রতিবন্ধী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে পুকুর থেকে। শনিবার রাতে সবাই যখন ঘুমিয়ে ছিল এই শিশুটি তখন পুকুরের পানিতে হাবুডুবু খাচ্ছিল। বাকপ্রতিবন্ধি হওয়ায় শিশুটি কোনো আওয়াজও করতে পারেনি।

রোববার সকালে পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। শিশুটি উপজেলার ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের শামীম কবির খানের (রেনু মিয়ার) মেয়ে। ফতেপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বাক প্রতিবন্ধি তোয়া শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে পরিবারের লোকজনের সাথে ঘুমিয়ে পড়ে। রোববার ভোরে পরিবারের লোকজন ঘুম থেকে উঠে তোয়াকে ঘরে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। পরে বাড়ির সামনে পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন।

মদন থানার ওসি আহম্মেদ কবীর হোসেন জানান, রোববার সকালে ফতেপুর ইউনিয়ের পুকুর থেকে তোয়া আক্তার নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

 

টাইমস/জেকে/এসএন

Share this news on: