মেঘনায় ডুবে যাচ্ছে মালবাহী জাহাজ!

চাঁদপুরের মেঘনা নদীতে সিমেন্টের কাঁচামালবাহী (ফ্লাই অ্যাশ) একটি জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করেছে। তবে জাহাজটি নদী তীরে ঠেকিয়ে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করছেন কর্মীরা।

এমন তথ্য জানিয়েছেন এমভি আবদুল জলিল নামের জাহাজটির মাস্টার আসাদুজ্জামান।

তিনি জানান, ২৩ জানুয়ারি ভারতের হলদিয়া বন্দর থেকে ৮৫০ মেট্রিক টন ফ্লাই অ্যাশ নিয়ে যাত্রা করেন তারা। তাদের গন্তব্য ছিল নারায়ণগঞ্জের মেঘনাঘাট। কিন্তু বৃহস্পতিবার সকালে চাঁদপুরে এসে জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করে এবং এক দিকে কিছুটা কাত হয়ে যায়। পরে জাহাজটিকে চাঁদপুর শহরের লঞ্চ টার্মিনালের পাশে নদী তীরে ঠেকিয়ে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষার চেষ্টা করা হচ্ছে।

পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে গেছে জানিয়ে আসাদুজ্জামান বলেন, আমরা চেষ্টা করছি যাতে জাহাজ ডুবে না যায়। তবে আমাদের ১১ জন স্টাফ সবাই নিরাপদে আছে।

মালবাহী ওই জাহাজটি পরিচালনা করছে মেসার্স হোসেন ট্রেডার্স নামে খুলনার একটি কোম্পানি। কয়েক বছর ধরেই কলকাতা থেকে নারায়াণগঞ্জের পথে ফ্লাই অ্যাশ আনার কাজে ব্যবহৃত হচ্ছিল জাহাজটি।

চাঁদপুর বন্দরে বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, পানি ওঠায় জাহাজটি কাত হয়ে গেছে। পানি সরিয়ে জাহাজ বাঁচাতে নৌ পুলিশের সহযোগিতায় ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।

 

টাইমস/ কেআরএস

Share this news on: