ডা. মামুনের মুক্তির দাবিতে মানসিক রোগ বিশেষজ্ঞদের কর্মবিরতির ঘোষনা

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে নিজেদের চেম্বার এবং অনলাইনে কনসালটেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস।

বৃহস্পতিবার বিকালে ঢাকার শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভিডিও ফুটেজে এটা স্পষ্ট যে, এএসপি আনিসুল করিমের সঙ্গে ধস্তাধস্তিতে কোথাও ডা. আব্দুল্লাহ আল-মামুন অংশগ্রহণ করেননি এবং রোগীর ব্যবস্থাপত্রও তিনি দেননি। তাহলে তিনি কিভাবে হত্যা মামলার আসামি হলেন? চিকিৎসকরা দাবি করেন, বিদ্বেষপ্রসূত ও বেআইনিভাবে ডা. আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে ডা. আবদুল্লাহ আল-মামুনের মুক্তি দাবি করা হয়।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: