সার্ভার জটিলতায় সরকারি ৪৮৪ ওয়েবসাইট বন্ধ

সার্ভারের ত্রুটির কারণে দেশের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও অধিদপ্তরের ৪৮৪টি ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে। ভিজিটর ও কন্টেন্ট আপলোড বেড়ে যাওয়ায় মূলত এ সমস্যার সৃষ্টি হয়েছে। ওয়েবসাইটগুলো স্বাভাবিক করতে এরই মধ্যে কাজ শুরু করেছে তথ্যপ্রযুক্তি প্রকৌশলীদের বিশেষজ্ঞ দল।

সরকারি সকল ওয়েবসাইটের তদারকির দায়িত্বে থাকা অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই বিভিন্ন মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দপ্তর-অধিদপ্তরের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছিল না। পরে মন্ত্রণালয়গুলোর ওয়েবসাইট ঠিক হলেও অধিদপ্তর ও দপ্তরের ওয়েবসাইট এখনো ঠিক হয়নি।

এ ব্যাপারে এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, সার্ভার সম্প্রসারণের কাজ চলছে। যে কারণে সরকারি অনেক ওয়েবসাইট দেখা যাচ্ছে না। বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। দু-তিন দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।

 

টাইমস/এসএন

Share this news on: