ডোপ টেস্টে পজিটিভ: চাকরি হারালেন আরও ৮ পুলিশ

ডোপ টেস্টে মাদক সেবনের বিষয় প্রমাণিত হওয়ায় এবার আরও ৮ পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। চাকরিচ্যুতদের মধ্যে দুজন এসআই, দুজন এএসআই এবং বাকিরা কনস্টেবল পর্যায়ের।

সোমবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।

জানা গেছে, কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত দায়িত্ব নেয়ার পর মাদকের বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করে জেলা পুলিশ। মাদক ব্যবসায়ী, সেবনকারীদের বিরুদ্ধে শুরু হয় অভিযান।

এরই মধ্যে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ সদস্যদের ওপরও নজরদারী শুরু করা হয়। এতে বেশ কিছু পুলিশ কর্মকর্তাসহ কনস্টেবলদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়।

পরে সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানো হয়। এতে সন্দেহভাজনদের অনেকেই মাদক সেবন করেন বলে প্রমাণিত হয়েছে।

প্রসঙ্গত, এর আগে মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি। এরপরই পুলিশ বাহিনীতে মাদক বিরোধী গোপন অভিযান শুরু হয়।

 

টাইমস/এসএন

Share this news on: