রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সরকারের লক্ষ্য

রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোই সরকারের লক্ষ্য, এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তাদের প্রত্যাবাসনের বিষয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে।

বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির প্রথম সভা শেষে বুধবার (৬ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তার আগে তাদের ক্যাম্প এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সর্বাত্মক উদ্যোগ নেয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান প্রয়োজন ছাড়া ভাসানচরে উৎসুক জনতা যেতে পারবে না। সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী এবং এপিবিএনের দুটি ইউনিট কাজ করছে। একইসঙ্গে পুলিশ, বিজিবি, আনসার ও র‌্যাব কাজ করছে। মাদকসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 

টাইমস/এসজে

Share this news on: